কালভৈরব অষ্টকম্
দেবরাজ সেব্যমান পাবনাঙ্ঘ্রি পঙ্কজং
ব্যালয়জ্ঞ সূত্রমিন্দু শেখরং কৃপাকরম্ ৷
নারদাদি য়োগিবৃন্দ বন্দিতং দিগম্বরং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥১॥
ভানুকোটি ভাস্বরং ভবাব্ধিতারকং পরং
নীলকণ্ঠম্ ঈপ্সিতার্থ দায়কং ত্রিলোচনম্ ৷
কালকালম্ অম্বুজাক্ষম্ অক্ষশূলম্ অক্ষরং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥২॥
শূলটঙ্ক পাশদণ্ড পাণিমাদি কারণং
শ্যামকায়ম্ আদিদেবম্ অক্ষরং নিরাময়ম্ ৷
ভীমবিক্রমং প্রভুং বিচিত্রতাণ্ডবপ্রিয়ং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥৩॥
ভুক্তিমুক্তিদায়কং প্রশস্তচারুবিগ্রহং
ভক্তবৎসলং স্থিতং সমস্তলোকবিগ্রহম্ ৷
বিনিক্বণন্ মনোজ্ঞহেমকিঙ্কিণী লসৎকটিং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥৪॥
ধর্মসেতুপালকং ত্বধর্মমার্গনাশকং
কর্মপাশ মোচকং সুশর্মদায়কং বিভুম্ ৷
স্বর্ণবর্ণশেষপাশ শোভিতাঙ্গমণ্ডলং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥৫॥
রত্নপাদুকা প্রভাভিরাম পাদয়ুগ্মকং
নিত্যম্ অদ্বিতীয়ম্ ইষ্টদৈবতং নিরঞ্জনম্ ৷
মৃত্যুদর্পনাশনং করাল়দংষ্ট্রমোক্ষণং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥৬॥
অট্টহাস ভিন্নপদ্মজাণ্ডকোশ সন্ততিং
দৃষ্টিপাতনষ্টপাপ জালমুগ্রশাসনম্ ৷
অষ্টসিদ্ধিদায়কং কপাল মালিকাধরং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥৭॥
ভূতসঙ্ঘনায়কং বিশালকীর্তিদায়কং
কাশিবাসলোক পুণ্যপাপশোধকং বিভুম্ ৷
নীতিমার্গকোবিদং পুরাতনং জগৎপতিং
কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥৮॥
কালভৈরবাষ্টকং পঠন্তি য়ে মনোহরং
জ্ঞানমুক্তিসাধনং বিচিত্রপুণ্যবর্ধনম্ ৷
শোক মোহ দৈন্য লোভ কোপ তাপ নাশনং
প্রয়ান্তি কালভৈরবাঙ্ঘ্রি সন্নিধিং নরা ধ্রুবম্ ॥
ইতি শ্রীমচ্ছঙ্করাচার্যবিরচিতং কালভৈরবাষ্টকং সম্পূর্ণম্ ॥
---xxx---
বাংলা অনুবাদ ঃ কালভৈরব অষ্টক
দেবরাজ যাঁর পাবন (পবিত্রকারী/উদ্ধারকারী) অঙ্ঘ্রি (পাদ) পদ্মে সেবা করেন, যিঁনি ব্যালকে (সর্পকে) যজ্ঞ-সূত্র (উপবীত) রূপে, এবং ইন্দুকে (চন্দ্রকে) কপালে ধারণ করে আছেন, যিঁনি কৃপা করেন ।
যাঁকে দেবর্ষি নারদ এবং অন্যান্য যোগীরা বন্দনা করেন, যিঁনি দিগম্বর, (দিক্-রূপ অর্থাৎ মহাশূন্য/আকাশ-রূপ অম্বর/বস্ত্র পরিহিত), (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (১)
যিঁনি কোটি ভানুর (সূর্যের) ন্যায় ভাস্বর (দীপ্তিমান), যিঁনি ভবাব্ধি (ভবসাগরের) তারক (ত্রাণকর্তা), যিঁনি পরম, যিঁনি নীলকণ্ঠ, যিঁনি ঈপ্সিতার্থ প্রদান করেন, যিঁনি ত্রিলোচন বিশিষ্ট ।
যিঁনি কালেরও কাল, যাঁর অম্বুজের (পদ্মের) ন্যায় আঁখি, (ত্রি-জগতের) অক্ষ-রূপী যাঁর ত্রিশূল, যিঁনি অক্ষর (অবিনশ্বর), (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (২)
যিঁনি হস্তে ত্রিশূল, টঙ্ক (টাঙি/কুঠার), পাশ (ফাঁস) এবং দণ্ড ধারণ করে আছেন, যিঁনি (সৃষ্টির) আদি কারণ, যিঁনি শ্যামকায়, যিঁনি আদিদেব, যিঁনি অক্ষর (অবিনশ্বর), যিঁনি নিরাময় (রোগ মুক্ত করণ) ।
যিঁনি ভীমবিক্রমশালী, যিঁনি প্রভু এবং যিঁনি বিচিত্র তাণ্ডব (নৃত্য) প্রিয়, (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (৩)
যিঁনি ভুক্তি (ভোগ) ও মুক্তি দাতা, যাঁর বিগ্রহ প্রশস্ত (শ্রেষ্ঠ/উদার) ও চারু (সুন্দর), যিঁনি ভক্তবৎসল, যিঁনি সমস্তলোকের বিগ্রহেই স্থিত ।
যাঁর কটি (কোমর) মনোজ্ঞ বি-নিক্বণ (ধ্বনি/ঝংকার-পূর্ণ) হেম (স্বর্ণ) কিঙ্কিণি (ছোট ঘণ্টা) দ্বারা লসিত (শোভিত), (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (৪)
যিঁনি ধর্মসেতুর পালন করেন (ধর্মের রক্ষক), যিঁনি অধর্ম মার্গের বিনাশকারী, যিঁনি কর্মপাশ মোচন করেন, যিঁনি সুশর্ম (কল্যাণ) প্রদান করেন, যিঁনি বিভু (সর্ব-ব্যাপ্ত) ।
যাঁর অঙ্গ-মণ্ডল স্বর্ণবর্ণ শেষ (বাসুকি) পাশ (বন্ধন) দ্বারা শোভিত, (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (৫)
যাঁর অভিরাম (মনোহর) পদযুগল রত্নপাদুকা দ্বারা দীপ্তিময়, যিঁনি নিত্য, অদ্বিতীয় ইষ্টদৈবতা, যিঁনি নিরঞ্জন (নিষ্কলঙ্ক, নির্মল; বিশুদ্ধ) ।
যিঁনি মৃত্যুর দর্প নাশ করেন, যাঁর করাল় (ভীষণদর্শন) দংষ্ট্র (দাঁত) মোক্ষণ (মুক্তি) দেয়, (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (৬)
যাঁর অট্টহাসে আদিম অণ্ডকোশ থেকে পদ্মজর (ব্রহ্মার) দ্বারা সৃষ্ট বিভিন্ন সন্ততি, এবং যাঁর দৃষ্টিপাতে উগ্র পাপের শাসনের জাল বিনষ্ট হয় ।
যিঁনি অষ্টসিদ্ধি প্রদান করেন, যিঁনি কপালের (করোটির) মালিকাধারী, (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (৭)
যিঁনি ভূতসঙ্ঘনায়ক, যিনি বিশালকীর্তি প্রদান করেন, যিঁনি কাশীতে বসবাসকারী মানুষদের পুণ্য ও পাপ (উভয়ই) শোধন করেন, যিঁনি বিভু (সর্ব-ব্যাপ্ত) ।
যিঁনি নীতিমার্গ কোবিদ (পণ্ডিত), যিঁনি পুরাতন (প্রাচীন) জগৎপতি, (আমি সেই) কাশীর অধিপতি কালভৈরবের স্তুতি করি । (৮)
(যেই নরগণ) এই মনোহর কালভৈরবাষ্টক পাঠ করে, যা জ্ঞান ও মুক্তির সাধন (উপায়), যা বিচিত্র রকমের পুণ্যের বৃদ্ধি ঘটায় ।
যা শোক মোহ দৈন্য লোভ কোপ (মানসিক) তাপ নাশ করে, প্রয়াণের পর (সেই) নরগণ কালভৈরবের অঙ্ঘ্রি (পাদ) ধ্রুব (নিশ্চিত) প্রাপ্ত হন ।
ইতি শ্রীমৎ শঙ্করাচার্যবিরচিত কালভৈরবাষ্টক সম্পূর্ণ ॥
___________________________
Reference:
Reference:
Kalabhairava Ashtakam - In sanskrit with meaning
শ্রীকালভৈরবাষ্টকম্
Disclaimer:
This is a personal, non-commercial, research-oriented effort of a novice religious wanderer.
এটি আধ্যাত্মিক পথের এক অর্বাচীন পথিকের ব্যক্তিগত, অবাণিজ্যিক, গবেষণা-ধর্মী প্রয়াস মাত্র ।
[Sourced from publicly available contents in Internet and then edited/typed/proof-read in MS-Word/Notepad using Unicode Bengali "Siyam Rupali" font and Avro Phonetic Keyboard for transliteration. Uploaded by rk]
No comments:
Post a Comment